বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

তথ্য অধিকার ও সিটিজেন চার্টার

জাতীয় শুদ্ধাচার কৌশল

Notice Board

2024-03-19

Admission notice for Masters Final year (Release slip merit list)

2024-03-19

Hons 1st Year Admission Notice

2024-03-14

Invitation Card

2024-02-28

lorem ipsum

Our History

মোহাম্মদপুর কলেজ, মোহাম্মদপুর গার্লস কলেজ ও ধানমণ্ডি সেন্ট্রাল কলেজকে একত্রীকরণের মাধ্যমে ১৯৭৫ সালে নাম দেয়া ‘মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ’। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ও বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ‘সেন্ট্রাল’ শব্দটির পরিবর্তে এর বাংলা প্রতিশব্দ ‘কেন্দ্রীয়’ গৃহীত হয়। এভাবেই কলেজের নাম হয় ‘মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ’। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উল্লিখিত বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নানা চড়াই-উৎরাই পার হয়ে আজকের ...

অধ্যক্ষ

শারমিনা পারভিন

মানব কল্যাণ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উন্নততর জীবন ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে জীবনের গতিপথের সার্বিক পরিবর্তন করতে। শিক্ষাকে উপজীব্য করে অনেক জাতিই বিশ্ব দরবারে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে বর্তমান সরকারের 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই প্রচেষ্টায় ঢাকা কলেজ একটি উজ্জ্বল নাম। বর্তমানে এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ 'অনলাইনকার্যক্রম' সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।